সুমন মন্ডল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই বাজারে আজ সকালবেলা ঘূর্ণিঝড়ের সময় একটি গাছ উপড়ে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নি/হ/তের নাম সজল (২৭), তিনি উপজেলার আটাপুর এলাকার বাসিন্দা এবং সাজ্জাদ হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঝড় শুরু হলে সজল ভ্যানে বসে ছিলেন। ঠিক সেই সময় একটি বড় আমগাছ হঠাৎ তার উপর আছড়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই দিনে সকালেই পাঁচবিবির মাত্রাই ইউনিয়নে মাহাবুব ও জুনায়েদ নামের এক চাচা-ভাতিজা বজ্রপাতে গুরুতর আহত হন। বর্তমানে তারা জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
প্রাকৃতিক দুর্যোগের এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত