ঢাকা, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পাবনার আমিনপুরের গোলাবাড়ি ব্রীজ ঝুকিপূর্ণ-রাস্তার বেহাল দশা!


প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৫

হেলাল শেখঃ পাবনার আমিনপুর থানার অন্তর্গত পূর্বে সাগরকান্দি ইউনিয়নের সাত পাড়া কদিম মালঞ্চি গ্রাম, পশ্চিমে রূপপুর গ্রাম ( মাঝখানে গোলাবাড়ি ঘাট ব্রীজ) এলাকার গুরুত্বপূর্ণ ব্রীজটি এখন এলাকাবাসীর জন্য এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রীজটির পাটাতন নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় ফাটল ও ধ্বসে পড়া অংশে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ব্রীজটির ওপর দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্যবাহী যান ও সাধারণ মানুষ চলাচল করে। কিন্তু বর্তমানে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

একই সঙ্গে আশেপাশের রাস্তাগুলোর অবস্থাও খুবই নাজুক। খানাখন্দে ভরা রাস্তাগুলোতে বৃষ্টির পানি জমে আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, বারবার অভিযোগ জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চলাফেরা করতে হচ্ছে। ছোট ছোট দুর্ঘটনা তো লেগেই আছে, বড় কিছু ঘটার আগেই ব্যবস্থা না নিলে বড় বিপর্যয় অনিবার্য।”

এলাকার বিএনপির নেতা হালিম মন্ডল, ছালাম মন্ডল ও জামায়াতে ইসলামীর নেতা কিয়াম উদ্দিন, পল্লী চিকিৎসক রাজ্জাক সহ এলাকাবাসী দ্রুত ব্রীজ ও রাস্তার সংস্কারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ করছেন।