সাতক্ষীরার তালায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

মোঃ হাফিজ,বুরো চিফ সাতক্ষীরাঃ 

সাতক্ষীরার তালা উপজেলার পাঁচরোখী এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় এক কৃষিজমি মালিকের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে একটি আবেদন জমা পড়েছে। পাঁচরোখী গ্রামের বাসিন্দা রাফিজা সুলতানা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পাঁচরোখী মৌজার বানকোড়া বিলে তাদের একটি কৃষিজমি রয়েছে। এই জমির পাশেই প্রতিবেশী মো. হাবিবুর রহমান বিশ্বাস প্রভাব খাটিয়ে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু অবৈধভাবে উত্তোলন করেন। রাফিজা সুলতানার দাবি, এই অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে তাদের কৃষিজমি এবং পার্শ্ববর্তী পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি অবিলম্বে এই অবৈধ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সুত্রে জানা যায়, ইউএনও কর্তৃক এনজিও কর্মী হাবিবুর রহমানের অবৈধভাবে নতুন বাড়ির ভিত ভরাটের কাজ বন্ধ রাখার জন্য স্থানীয় ভূমি অফিসের নায়েব কাজী মনিরুজ্জামান ঘটনাস্থলে পাঠালে হাবিবুর রহমান ও তার লোকজন নায়েবের সাথে অসৌজন্যমূলক আচারণ করেন এবং কিছু সময় তাকে অবরুদ্ধ করে রাখে। পরে এসিল্যান্ড ও ইউএনওর হস্তক্ষেপে তাকে মুক্ত করা হয় এবং হাবিবুর রহমান ও লোকজন ভূমি কর্মকর্তার কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ইউএনও তাদের বালু উত্তোলনের মেশিন ও সরঞ্জাম সরানোর নির্দেশ দিলেও তারা এখনও পর্যন্ত না সরিয়ে পুনরায় বালু উত্তোলনের পায়তারা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।