খুলনায় অন্ধকার ঘরে নিয়ে নির্মম নির্যাতন: প্লাস দিয়ে আঙুল তুলে ফেলার চেষ্টা, ১ কোটি টাকার স্বাক্ষর আদায়।

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

মোঃ আব্দুল্লাহ,ষ্টাফ রিপোর্টার ,খুলনা:

গত মঙ্গলবার (তারিখ: ২২ জুলাই), বিকাল আনুমানিক ৪টায় খুলনায় ইসলামি ব্যাংক ইস্টার্ন গেট শাখার এক কর্মকর্তা আশিক এবং তার সহযোগী একটি সংঘবদ্ধ দল মিলে ভয়াবহ ও নির্মম নির্যাতন চালায় সাইফুল্লাহ নামের এক ব্যক্তির ওপর।

সূত্র জানায়, আশিক ফোনে ডেকে সাইফুল্লাহকে একটি আয়নাঘরের মতো ঘরে নিয়ে যায়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়, এবং জোরপূর্বক একটি সাদা কাগজে ১ কোটি টাকার একটি স্বীকারোক্তি আদায় করা হয়। এছাড়াও ১৮টি চেকের পাতায় তার সই নেওয়া হয়।

নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, অভিযুক্তরা প্লাস দিয়ে সাইফুল্লাহর দুই হাতের আঙুল তুলে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

বর্তমানে সাইফুল্লাহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় মানবাধিকার সংস্থাগুলোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায়, তারা অভিযোগ পেয়েছেন এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।