“সদরপুরে ৩১ দফা প্রচারে উঠান বৈঠক, তৃণমূলে বিএনপি আরও সক্রিয়”


সজল হাওলাদার, ফরিদপুর থেকেঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার ৭নং সদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দলীয় নেতা-কর্মীদের সংগঠিত করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা প্রচারে এক উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় বিএনপি।
এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহিদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ এম কিবরিয়া স্বপন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান (বদু), সদস্য সচিব তরিকুল ইসলাম কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা, সমাজসেবক ও মোল্লা বাড়ি জামে মসজিদের সভাপতি এ.বি এম গোলাম রব্বানী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিএনপি চায় একটি জনগণের সরকার, যেখানে থাকবে না দলীয় দুর্নীতি, দমন-পীড়ন ও বিচারহীনতা। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন সম্ভব।”
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের বিপুল অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বক্তারা তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার উপর জোর দেন।