গফরগাঁওয়ে পৌরসভা চত্বরে বৃক্ষ মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫ গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ জুলাই পূর্ণজাগরণ উপলক্ষে গফরগাঁও পৌরসভা চত্বরে আয়োজন করা হয় “বৃক্ষ মেলা-২০২৫”। সোমবার (২১ জুলাই) সকালে এ মেলার শুভ উদ্বোধন করেন গফরগাঁও পৌরসভার প্রশাসক জনাব এন.এম. আবদুল্লাহ আল মামুন মহোদয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সাফাত জামান পনির, অতিরিক্ত কৃষি অফিসার, গফরগাঁও; জনাব মোঃ আরিফ আকন্দ, পৌর নির্বাহী কর্মকর্তা, গফরগাঁও পৌরসভা; জনাব মোঃ মিজানুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলীসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণ একটি কার্যকর উদ্যোগ। পৌরসভা চত্বরে আয়োজিত এ মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে। মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। SHARES সারাদেশ বিষয়: