টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫

জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা প্রচারনা, মিটফোর্ড হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার (২১ জুলাই) দুপুরে টাঙ্গাইলে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক (ভিপি মুনীর) এর সঞ্চালনায় ও শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ ফরহাদ ইকবাল, জেলা শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন, জয়নাল আবেদীন, আঃ হালিম, আমিনুল ইসলাম সুমন, বুলবুল আহমেদ, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম সহ শ্রমিক দলের নেতৃবৃন্দরা।