ফরিদপুরে এনসিপির পথসভা: গোপালগঞ্জে হামলার নিন্দা, মুজিববাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫ ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা। বক্তারা বলেন, ফরিদপুর হবে এনসিপির ঘাঁটি, মুজিববাদ চলবে না। সজল হাওলাদার, ফরিদপুর থেকেঃ ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে এনসিপির একটি গুরুত্বপূর্ণ পথসভা। আজ ১৭ জুলাই বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এ পথসভা আয়োজন করে জেলা সমন্বয় কমিটি। পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক সৈয়দ নীলিমা দোলা। এতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা দেশের গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার ওপর বড় আঘাত। তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং বলেন—ফরিদপুরে মুজিববাদী শক্তির কোনো স্থান নেই। যদি তাদের কেউ দৃশ্যমান হয়, তাহলে প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। বক্তারা আরও বলেন, ‘‘ফরিদপুর হবে এনসিপির ঘাঁটি। আমরা গোপালগঞ্জসহ সারা দেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব। ৫ আগস্টের পরেও কেউ কেউ ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ আনার চেষ্টা করেছিল। তাদের মনে রাখা উচিত, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসবাদী সংগঠন।’’ নেতৃবৃন্দ জানান, গোপালগঞ্জের হামলার ঘটনায় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার এখনো হয়নি। অনেকে ধরা পড়লেও তারা আদালত থেকে জামিন নিচ্ছে কিংবা থানা থেকেই পালিয়ে যাচ্ছে। তারা দাবি করেন, ছাত্রলীগ এখন একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচিত হওয়া উচিত এবং দেশের প্রতিটি প্রান্তে গ্রেফতার অভিযান চালাতে হবে—তবে নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। সভা শেষে নেতৃবৃন্দ ঘোষণা দেন, তারা আবারো গোপালগঞ্জে যাবেন এবং জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রাম ও ঘরে ঘরে “জুলাই গণঅভ্যুত্থানের পতাকা” পৌঁছে দেবেন। জানা গেছে, খুলনা থেকে সড়কপথে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল দুপুর ১টা ৩২ মিনিটে ফরিদপুরে পৌঁছায়। পরে স্থানীয় সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত অবস্থান নেয়। বিকেল ৩টা ৪০ মিনিটে ফরিদপুর জেলার কর্মসূচি শেষ করে তাঁরা রাজবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করেন। সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। SHARES সারাদেশ বিষয়: