সুমন মন্ডল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় অটোরাইচ মিলে কাজ করার সময় তুষের ভাপারে পড়ে মৃত্যু হয়েছে আতিকুর রহমান নাসিম (১৯) নামের এক আলিম পরীক্ষার্থীর। বুধবার (১৬ জুলাই) দুপুরে কালাই পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন তালুকদার অটোরাইচ মিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামের হজবর আলীর ছেলে। তিনি কড়ই নুরুল হুদা আলিয়া মাদ্রাসা থেকে ২০২৫ সালের আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক অর্থসংকটের কারণে লেখাপড়ার পাশাপাশি তালুকদার অটোরাইচ মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন নাসিম। পরীক্ষা না থাকায় বুধবার সকালে তিনি কাজে যান। দুপুরের দিকে মিলের তুষের ভাপার গেট খুলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল হাসান বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত