স্টাফ রিপোর্টারঃ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের পোটান মেফতাহুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে রবিবার (১৩ জুলাই ২০২৫) দুপুর ২:৩০ মিনিটে এক অনন্য বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছাত্রনেতা ও গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, যিনি একইসাথে কালীগঞ্জ উপজেলা বিএনপিরও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষার্থীরা। সকলে মিলে নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করেন।
এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজায়নের মাধ্যমে একটি সুস্থ, সবল ও পরিবেশবান্ধব সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজক ও অতিথিবৃন্দ।
সবুজ হোক আমাদের অঙ্গীকার, বৃক্ষরোপণে গড়ি সুন্দর আগামী।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত