জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১২ জুলাই) দিনব্যাপী কালিহাতি উপজেলার টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে এ চিকিৎসা সেবা দেয়া হয়।
এ সময় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের পরীক্ষা নির্ণয় করে ফ্রি ওষুধও দেয়া হয়।
পাশাপাশি ১৫০টি চশমা প্রদান করা হয়।
এ দিকে, চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, আমরা সেনাবাহিনীর এই চিকিৎসা সেবা পেয়ে অনেক উপকৃত হলাম।
আমাদের মাঝে-মাঝে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করলে গ্রামবাসীর অনেক উপকারে আসবে।
অন্যদিকে, চিকিৎসা সেবা নিতে আরেক রোগী লিজা আক্তার বলেন, অন্য এক জনের মাধ্যমে শুনতে পেয়ে চিকিৎসা সেবা দিতে এসেছি। উনাদের ব্যবহার খুবই ভালো।
মাঝে মধ্যে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করলে আমাদের অনেক উপকৃত হতো ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে।
এ বিষয়ে ১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুর রহমান জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীদের সেবা দেয়া হয়েছে।
এ ধরনের আয়োজন অব্যহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- ১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহমুদুর রহমানসহ সেনাবাহিনীর উদ্ধর্তন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত