জাহিদ হোসেন সজলঃ পুরান ঢাকার ভাঙারী ব্যবসায়ী সোহাগকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা এবং সারাদেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, সাংবাদিকদের ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন: “যেখানে ন্যায় নেই, সেখানে সভ্যতা নেই – আমরা কি আবার জাহেলি যুগে ফিরে যাচ্ছি?”
“চাঁদা দে, নাইলে জীবন দে”—এ রকম মর্মান্তিক হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে চলতে পারে না। আমরা বিচার চাই, দ্রুত বিচার চাই!”
বক্তারা সোহাগ হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজের কথা উল্লেখ করে বলেন- “ভিডিও দেখে বুক কেঁপে উঠেছে। সোহাগের দুই মেয়ের (বয়স ১২ ও ১৪ বছর) চোখে যখন বাবার এই নির্মম হত্যার চিত্র ভেসে উঠবে, তারা কাকে দায়ী করবে? রাষ্ট্র কি কোনো উত্তর দেবে?”
হাসপাতালের গেটের পাশে আনসার ক্যাম্প থাকা সত্ত্বেও কেন কেউ এগিয়ে এল না—এই প্রশ্ন রেখে বক্তারা বলেন, “মানুষের বিবেক কি নিস্তব্ধ হয়ে গেছে? নাকি রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থাই আজ অচল?”
“এই দায় রাষ্ট্র এড়াতে পারে না।”
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা জানায়, তারা কোনো দল-মত বিবেচনা করে না বরং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ করে।
সোহাগ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত