
মোঃ আনোয়ারুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের প্রধান গেটের সামনে এবং রেড ক্রিসেন্ট সোসাইটি চত্বরে পৃথক পৃথক স্থানে ফলজ গাছ লাগানোর মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ সাইফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা এনজিও সমন্বয় পরিষদের জেলা সভাপতি মোঃ সামছুল আলম, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা স্বপন, মোঃ আহসান হাবীব রনক, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দীন জুলিয়াস, সহ সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক নাসের হাসান সোহাগ, প্রচার সম্পাদক চন্দন বসু মুক্ত, অর্থ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা বিষয়ক সম্পাদক তহুরা খাতুন, সমাজ কল্যাণ সম্পাদক জেসমিন আরা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুল শরীফ সেন্টু, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ সহ বিভিন্ন এনজিওর কর্মকর্তা বৃন্দ ।
জেলা এনজিও সমন্বয় পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচিতে ঝিনাইদহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলোজ গাছ লাগানো হবে বলে জানানো হয়।