গফরগাঁওয়ে জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫, উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫ গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ জুলাই সকাল সাড়ে ৯টায় গফরগাঁও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা বাস্তবায়নের জন্য প্রস্তুতি সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, এন এম আব্দুল আল মামুন এর সভাপতিত্বে। সভায় বক্তব্য রাখেন, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন। গফরগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম। পাগলা থানা অফিসার ইনচার্জ, ফেরদৌস আলম। গফরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোফাক্ষারুল ইসলাম। প্রাথমিক শিক্ষা অফিসার, নূরে আলম ভূঁইয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, বদরুল আলম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আইনাল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশগ্রহন করেন। বক্তারা জুলাই পুনর্জাগরণের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতা সংগ্রামের মূল দর্শনকে সামনে রেখে ২০২৪ জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ছাত্র জনতার আত্মত্যাগ স্মরণে নতুন প্রজন্মের মধ্যে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতেই এই আয়োজন। জাতীয় ইতিহাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সেই ইতিহাস যেন কেউ ভুলে না যায়, উপলব্ধি করে এবং সে অনুযায়ী দেশের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে, এটাই অনুষ্ঠানের মূল লক্ষ্য। সভায় সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সহযোগিতা কামনা করা হয়। মাসব্যাপি সাংষ্কৃতিক অনুষ্ঠান, জুলাই মনুমেন্ট তৈরি, জুলাই আন্দোলন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন,চিত্রাঙ্কন সহ নানা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে কঠোর নিরাপত্তার মধ্যে এসব অনুষ্ঠানমালা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবক বৃন্দ বক্তব্য রাখেন। SHARES সারাদেশ বিষয়: