ঢাকায় ৪৫ দিন ব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Kabir Kabir

Uddin

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫

ঢাকায় ৪৫ দিন ব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
এম.এম কামাল।। ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকার মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ঢাকা ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে সরকার ইমাম-মুয়াজ্জিনদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলছেন।
৮ জুলাই মঙ্গলবার ঢাকা আগারগাঁও শেরেবাংলা নগর ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ১১ জেলার ইমামদের নিয়ে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকা কর্তৃক নিয়মিত প্রশিক্ষণ কের্স-এর ১১৮০ তম দলের শুভ উদ্বোধন ঘোষণা করেন, ইসলামিক ফাউণ্ডেশন এর উপ-পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোঃ রেজ্জাকুল হায়দার, চাঁদপুর, ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর সহ ১১ জেলার নির্বাচিত ১০৬ জন ইমাম এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন।