পরিবেশের ভারসাম্য রক্ষায় টাঙ্গাইলে জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে গাছের চারা বিতরণ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৫ অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল ব্যুরো : পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই উপলক্ষে আজ মঙ্গলবার (৮ জুলাই) টাঙ্গাইল পৌর এলাকার স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিয়া চান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু। বিশেষ অতিথি ছিলেন- সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শাহাদৎ আল হারুন, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, শহর বিএনপর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল মামুন, সদর থানা বিএনপির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তার হাসানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় নেতৃবৃন্দরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় দলীয় নির্দেশনা মোতাবেক দেশের স্কুল কলেজসহ সব জায়গায় একযোগে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। SHARES সারাদেশ বিষয়: