গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) মহিলা বিষয়ক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন গফরগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
তিনি বলেন, "এই প্রশিক্ষণের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীরা কর্মমুখী দক্ষতা অর্জন করেছে, যা তাদের স্বাবলম্বী করে তুলবে। নারীদের আর্থিকভাবে স্বনির্ভর করতে এমন উদ্যোগ আরও বেশি গ্রহণ করা প্রয়োজন।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা।
প্রকল্পের সহায়তায়:এ প্রশিক্ষণটি বাস্তবায়ন করেছে গফরগাঁও পৌরসভা ও মহিলা বিষয়ক কার্যালয়, শহর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায়। এডিবি ও এএফডি’র সহায়তায় এ প্রকল্পের মাধ্যমে নিম্ন আয়ের নারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। উপস্থিত সকলে প্রশিক্ষণের গুরুত্ব ও ভবিষ্যৎ কর্মসংস্থানে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত