রামপাল(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের রামপালের পাঁচ হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদানকরা হয়েছে। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে, দৃষ্টি উন্নয়ন সংস্থা এবং লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের ব্যবস্থাপনায় রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল ১০থেকে বিকেল৪টা পর্যন্ত চলে এ সেবা কার্যক্রম।
রামপাল, মোংলা উপজেলা সহ আসেপাশে দাকোব,বটিয়াঘাটা, ফকিরহাট, মোরেলগ্ঞজ,বাগেরহাট সদর থানা রোগীর চিকিৎসার নিয়েছেন।
উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার শেখ জাকির হোসেন।
এ কার্যক্রমে ছানি পড়া রোগীদের বাছাই করে ঢাকায় লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে অস্ত্রোপচার করা হবে। প্রাথমিক চিকিৎসা, বিনামূল্যে ওষুধ ও চশমাও বিতরণ করা হয়।দেশের সনামধন্য বিশেষজ্ঞ ডাক্তার গন চিকিৎসা প্রদান করেন। ৮০০জন ছানী ও ২০০জন নেত্রনালী অপারেশনর জন্য চুড়ান্ত হয়েছেন
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, সামজিক দায়বদ্ধতা থেকে ই অন্ধত্ব প্রতিরোধের লক্ষ্য নিয়ে ২০০৯ সাল থেকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত লক্ষাধিক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন, যার মধ্যে সাড়ে ছয় হাজারের বেশি রোগীর চোখে অস্ত্রোপচার হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত