হেলাল শেখ, বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা জেলার আশুলিয়ায় একসময় ছিলো সন্ত্রাসীদের অভয়ারণ্য ও নিরাপদ আস্তানা, (ক্রাইম জোন) সেখানে এখন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে একের পর এক শীর্ষ সন্ত্রাসীরা গ্রেফতার হচ্ছে।
চলমান অভিযান প্রমাণ করছে-রাষ্ট্র এখন আর অপরাধীদের সাথে আপোষ করে না!
সম্প্রতি গ্রেফতার হওয়া উল্লেখযোগ্য নামগুলোঃ
সুটার বাপ্পি–গোপন আস্তানা থেকে ধরা পড়ে অস্ত্রসহ, গোয়েন্দা পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় সরাসরি জড়িত।
মুন্না শেখ ওরফে (শামীম শেখ) আশুলিয়া–জামগড়ার চিহ্নিত চাঁদাবাজ ও ভয়ংকর অস্ত্রধারী সন্ত্রাসী।
জিয়া দেওয়ান–গুলিবর্ষণ ও আধিপত্য বিস্তারে কুখ্যাত, অস্ত্রসহ ধরা পড়ে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে।
পাগলা জুয়েল ও তার সহযোগী মাসুদ–দীর্ঘদিন ধরে এলাকায় ভয় দেখিয়ে টিকে থাকা এই চক্রটি অবশেষে র্যাবের হাতে গ্রেফতার।
পুলিশের গোয়েন্দা শাখা, র্যাব–৪, সেনাবাহিনীর সহায়তা এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত পদক্ষেপেই আশুলিয়া আজ সন্ত্রাসমুক্তির প্রায় পথে।
এলাকাবাসীর পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং সকল আইন-শৃঙ্খলা বাহিনীসহ আশুলিয়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) হান্নানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনাদের সাহস, নিষ্ঠা ও ঐক্যবদ্ধ অভিযানের ফলেই এখন নির্ভয়ে হাঁটতে পারছেন সন্ত্রাস কবলিত জনপদ আশুলিয়ায়। তবে রাজনৈতিক হত্যা মামলার আসামিদের বিষয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ চলমান। এই ধারা অব্যাহত থাকুক-অপরাধীরা কারাগারে থাকুক, জনতা থাকুক নিরাপদে সবার এই প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত