দিঘলিয়ায় প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল কতৃক উপকরণ বিতরণ

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি:

খুলনার দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল দিঘলিয়া এর আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আড়ংঘাটা বীফ ফ্যাটেনিং পিজি’র ৩৫ জন সদস্যদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় দিঘলিয়া উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তর চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক সঞ্চলানা ও তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রানিসম্পদ অফিসার ডা: মাহমুদা সুলতানা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা উপ- সহকারী ভেটেরিনারি অফিসার ডা: মামুনুর রশীদ, উপজেলা সমাজসেবা অফিসার মো: সোহাগ হোসেন, উপজেলা কৃষি অফিসার মো: কিশোর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলীসহ প্রাণি সম্পদ অধিদপ্তর এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উক্ত প্রকল্পের আওতায় ৩৫ জন সদস্যদের মধ্যে পানির পাম্প, ল্যাক্টোমিটার, ফ্লোর ম্যাট, ইত্যাদি উপকরণ বিতরণ করা হয়। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে একজন সুফল ভোগীকে বকনা পালনের গৃহনির্মাণের জন্য সাইনবোর্ড, ঢালাই পিলার, এবং ঢেউটিন বিতরণ করা হয়।