ফরিদপুরে ব্রি ধান-৯৮ বিষয়ক মাঠ দিবস সফলভাবে সম্পন্ন দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫ স্টাফ রিপোর্টার ফরিদপুরঃ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)-এর আয়োজনে ফরিদপুর সদরপুর উপজেলার দেবীনগর গ্রামে ‘উচ্চফলনশীল ব্রি ধান-৯৮ চাষ’ বিষয়ক একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এসডিসির বাখুন্ডা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ৭৫ জন স্থানীয় কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আহাদুজ্জামান, এসডিসির কৃষি কর্মকর্তা সুমাইয়া হাসান এবং সহকারী কৃষি কর্মকর্তা সাজিদ আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্রি ধান-৯৮ একটি উচ্চফলনশীল ধানের জাত, যা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পরিবেশগত প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম। এর ফলন তুলনামূলক বেশি হওয়ায় এটি কৃষকদের মাঝে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। মাঠ দিবসের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের এই জাতের ধানের আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে অবহিত করা এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করা। পিকেএসএফ ও এসডিসির এই যৌথ উদ্যোগ ফরিদপুর অঞ্চলের কৃষি খাতে টেকসই উন্নয়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই কার্যক্রম ব্রি ধান-৯৮ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে উৎপাদনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। SHARES সারাদেশ বিষয়: