জলঢাকায় জনস্বাস্থ্য অফিস থেকে মধ্যরাতে পাইপ উদ্ধার করেছে পুলিশ

News News

Admin

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী জলঢাকায় জনস্বাস্থ্য অফিস থেকে মধ্যরাতে ১১৮ টি পাইপ উদ্ধার সহ দুটি ভ‍্যান আটক করেছে থানা পুলিশ। এসময় তিন জনকে আটক করা হয়েছে তিস্তা ক‍্যানেলের পার এলাকায়। পুলিশ জানিয়েছে সোমবার মধ্যরাতে জনস্বাস্হ‍্য অফিস থেকে পাচটি ভ‍্যানে করে পাইপ নিয়ে যাওয়ার সময় এলাকা বাসির সন্দেহ হলে তারা আটক করে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুটি ভ‍্যান, ১১৮ টি পাইপ সহ উদ্ধার করে নিয়ে আসে থানা পুলিশ । জনস্বাস্থ্য প্রহরী সাংবাদিকদের জানায় ঠিকাদারের লোকজন রাতে তালা খুলে আমাকে না জানিয়ে গোডাউন থেকে পাইপ নিয়ে গেছে। মেসার্স কামাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সজীব আহমেদ জানান এসব পাইপ আমার ওগুলো কুরিয়ারে সার্ভিসে ঢাকা পাঠানো হবে । সরকারি গোডাউন থেকে রাতে এভাবে নিয়ে যাওয়া ঠিক হয়নি আমার । উপজেলা জনস্বাস্হ‍্য প্রকৌশলী অফিসার আব্দুল গফুর বলেন এগুলো ঠিকাদারের পাইপ ওরাই নিয়ে গেছে এখানে আমার কিছু করার নেই। অফিসার ইনর্চাজ আরজু মোহাম্মদ সাজ্জাদ বলেন। এলাকাবাসী মধ্যরাতে পাইপ আটক করে আমাদের খবর দিলে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঠিকাদারের লোককে আটক করে ভ‍্যান মালিক দূইজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।