মানিকগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনিস্টিউট ও জেলা প্রশাসনের আয়োজনে দ্রোহ, প্রেম ও মানবতার নজরুল শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা(যুগ্ম সচিব) মহোদয়ের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার মুখলেছা হিলালী ও শাকিল আহমেদ সনেটের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনিস্টিউটের নির্বাহী পরিচালক কবি ও কথাসাহিত্যিক মো. লতিফুল ইসলাম শিবলী।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনিস্টিউটের সাবেক নির্বাহী পরিচালক নজরুল গবেষক মোহাম্মদ জাকীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনিস্টিউটের উপসচিব কে এম আল আলামিন, মানিকগঞ্জ পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, প্রমীলা নজরুল সাহিত্য সংঘের সহসভাপতি ও সাবেক শিক্ষা অফিসার আব্দুল মুন্নাফ খান,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পরিণয়সূত্র মানিকগঞ্জের জামাই বাবু প্রমীলা দেবীর জীবনসঙ্গী। তিনি এপার ও ওপার বাংলায় প্রেম দ্রোহ ও সাম্যের বানী নিয়ে গ্রামগঞ্জের পথে প্রান্তরে অসাম্প্রদায়িক শোষণ মুক্ত সমাজ বিনির্মানের লড়াই সংগ্রাম করে গেছেন। ভারতীয় উপমহাদেশের মার্কসবাদী আন্দোলনের প্রবাদ পুরুষ কমরেড মোজাফফর আহমদ ও কথাসাহিত্যিক খান মুহম্মদ মঈনুদ্দিন এর সাহচর্যে দিনযাপনের কথামালা সংগৃহীত করেছেন। প্রমীলা নজরুলের প্রয়ানদিনে শতত সালাম রইলো।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত