শরীয়তপুর প্রতিনিধি:
ডামুড্যায় ভ্যান ও পিকআপ সংঘর্ষে আশরাফ আলী দর্জি (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে এবং ঘটনায় আরও তিনজন মারাক্তক ভাবে আহত হয়।
শনিবার (২৮ জুন) বেলা ১২ উপজেলার দুই নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত আশরাফ আলী দর্জি গোসাইরহাট উপজেলার গরিবের চর এলাকার মৃত: মাহিম আলীর ছেলে। আহতরা হলেন, আশরাফ আলী স্ত্রী রেণুজা বেগম (৫৫), মেয়ে স্বপ্না (৩৫)ও ভ্যানচালক মাসুদ (৪০)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আশরাফ আলী দর্জিকে বাড়ির পাশেই সকালে কুকুর কামড় দেয়। সেই ভ্যাকসিন দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল,পথে দুই নাম্বার ব্রিজের উপর উল্টো দিক থেকে আসা একটি পিকআপ তাদের ভ্যানের উপর উঠিয়ে দেয় ।এসময় স্থানীয়রা সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন।
আশরাফ আলী মেয়ে স্বপ্না বলেন, বাবাকে সকালে কুকুরে কামড় দেওয়ার কারণে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য হাসপাতালে আসছিলাম। উল্টো দিক থেকে আসা পিকআপ আমাদের ভ্যানের উপরে উঠিয়ে দেয়। এ সময় আমরা বাবা গুরুতর আহত হয়। তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। হাসপাতালে নিয়ে আসার পর আমার বাবার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের মেডিক্যাল অফিসার ডাঃ অভিজিৎ নাগ (অভি) বলেন, সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়। আমরা তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পাঠিয়েছি। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়।
ডামড্যা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, এই ঘটনার মামলায় প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত