সাতক্ষীরা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকাল ৪ টায় মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৮নং ওয়ার্ড (জেয়ালা, বাধনডাঙ্গা, নুনগোলা ) বনাম ৪নং ওয়ার্ড (দহাখোলা, রামচন্দ্রপুর) এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব জামায়াতের যুব ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম ও সেক্রেটারি আশরাফুল ইসলাম বুলু ,০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, ঢাকার পিওর ক্রপস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর আবু জাফর এমডি সালেহ,সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক শেখ আবদুল ওয়াদুদ, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, বাংলা বাজারের আলোর ঠিকানা প্রকাশনীর প্রকাশক ইসলাম হোসেন ইমন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএম রাশিদুজ্জামান রানা, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজান আলী এবং সহকারী শিক্ষক মাওলানা আশরাফুজ্জামান খোকন ও মোঃ আব্দুর কাদের ,২নং ইউ: সদস্য মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও রবি সিম ডিস্টিবিউটর মোঃ ইমরান হোসেন প্রমুখ।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের ক্রীড়া সম্পাদক মোঃ হাফিজুর রহমানের মাঠ পরিচালনায়
৪নং ওয়ার্ডকে (দহাখোলা, রামচন্দ্রপুর) ফাইনাল খেলায় হারিয়ে ৮নং ওয়ার্ড (জেয়ালা, বাধনডাঙ্গা, নুনগোলা ) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত