ভারতের সংসদীয় কমিটিতে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, ধর্মীয় মৌলবাদ, নির্বাচন ও ভারতের ভাবমূর্তি নিয়ে আলোচনা—জয়সোয়ালের বক্তব্যে কূটনৈতিক ইঙ্গিত
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, অনুকূল পরিবেশে ভারত-বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়াদিল্লি। বৃহস্পতিবার (২৬ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পরিচালনার জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে একটি প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে।”
রণধীর জয়সোয়ালের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ভারতের সংসদীয় পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে। এই বৈঠকে অংশ নেবেন—
১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন,
“আমরা বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সংলাপে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।”
সম্প্রতি ১৯ জুন চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে জয়সোয়াল বলেন,
“আমাদের প্রতিবেশী দেশে যেসব পারিপার্শ্বিক ঘটনা ভারতের স্বার্থ ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে, সেসব ঘটনা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
তিনি আরও যোগ করেন, প্রতিটি দেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাধীনভাবে গড়ে উঠলেও “পারিপার্শ্বিক প্রেক্ষাপট বিবেচনায় তা মূল্যায়ন করা হয়।”
ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, সংসদীয় কমিটির বৈঠকে নিম্নোক্ত বিষয়গুলো গুরুত্ব পাবে:
বিশেষজ্ঞদের মতানুযায়ী, অনেক বাংলাদেশি মনে করেন, ভারত সরকার বাংলাদেশের জনগণের পাশে না থেকে শুধু একটি নির্দিষ্ট সরকারকেই সমর্থন করে যাচ্ছে, যা দুই দেশের জনগণের মধ্যে দূরত্ব তৈরি করছে।
দ্য হিন্দু জানিয়েছে, সংসদীয় কমিটি ভারতীয় আইনপ্রণেতাদের পরামর্শ দিতে পারে, যেন তারা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তুলে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভূমিকা রাখেন। একই সঙ্গে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের কাছে কৌশলগত প্রয়োজনীয়তা তুলে ধরার কথাও আলোচনায় আসতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত