চট্টগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ কোস্টগার্ডের এক বিশেষ অভিযানে মিয়ানমারে পাচারকালে প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকার পণ্য জব্দ এবং ১৩ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৪০ লিটার লুব অয়েল এবং দুটি হ্যামকো ব্যাটারি।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা বহির্নোঙরে অভিযান চালিয়ে দুটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করা হয়। নৌকাগুলোতে পাচারকৃত এসব পণ্য পাওয়া যায়। পাচারকারীরা রাখাইন রাজ্যে পাচারের চেষ্টা করছিল।
পাচারকারীদের আটকের পাশাপাশি ব্যবহৃত নৌকাও জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সদরঘাট নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, "দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল চালিয়ে যাচ্ছে। এ ধরনের অভিযানের ফলে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।"
এই সফল অভিযানে কোস্টগার্ডের তৎপরতা ও পেশাদারিত্ব প্রশংসা কুড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত