ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন।

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৫

সাগর আহমেদ, ঘাটাইল উপজেলা প্রতিনিধিঃ

“একটি শিশু, একটি স্বপ্ন-ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রশাসকের উদ্যোগে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ ধারাবাহিকতায় টাঙ্গাইলের ঘাটাইলের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।

এ কর্মসূচি উপলক্ষে ২৫ জুন, বুধবার, সকাল ১০ টা থেকে স্কুল আঙ্গিনায় এই বৃক্ষরোপের শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাবেয়া, ধলাপাড়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোঃ সাব্বির হোসাইন।

ঘাটাইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম।

প্রাথমিক পর্যায়ে উপজেলায় সর্বমোট ১৭২টি বিদ্যালয়ে তিনটি করে মোট ৫১৬টি বৃক্ষরোপন করা হয়। এর মধ্যে জারুল, কৃষ্ণচূড়া, শোনালু বৃক্ষসহ বিভিন্ন ধরনের ফলস ,ঔষধি এবং অন্যান্য বৃক্ষের চারা রোপণ করা হয়।