গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
বুধবার (২৫ জুন) গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গফরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম। সঞ্চালকের দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম চঞ্চল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল অফিসার মনতোষ সরকার, পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন গফরগাঁও পৌরসভার সাবেক বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু সাঈদসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান। তাদের আত্মত্যাগে জাতি একটি মানচিত্র, একটি স্বাধীন দেশ পেয়েছে। তাদের যথাযথ মূল্যায়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক অগ্রাধিকার দেওয়া হবে।”
অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আবেগঘন, যেখানে বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণের মাধ্যমে মুক্তিযুদ্ধের নানা দিক তুলে ধরেন। দিনব্যাপী এ পুনর্মিলনীতে মুক্তিযোদ্ধারা তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত