মোঃ কবির উদ্দিন, স্টাফ রিপোর্টার:
সময় চলে যায় বয়ে যায় নদী, আর কথা রয়ে যায় হৃদপিণ্ডের পাতায় পাতায়। ভুলে যেতে চাইলেও অনেক স্মৃতি ভর করে মনের ক্যানভাসে, আপন হৃদপিণ্ডের আয়নায়। সুরের পাখি যেমন দূরে গেলও তার রেশ ফুরোয় না, ঠিক তেমনি আপনি যত দুরেই যান,আপনার ভালোবাসা নান্দাইলের মানুষ কখনোই ভুলবে না। আজ সত্যিই একটি বেদনার দিন, একটি মন খারাপের দিন। একটা বহতা নদীর জীবনে হঠাৎ ছন্দ পতনের দিন। বিদায় জিনিসটা বড় বেদনার, বিদায় বড় কষ্টের। নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার পুস্পিতার বিদায় সত্যি নান্দাইলের মানুষের জন্যে হৃদয়বিদারক। কর্মের প্রতি ছিল একাগ্রতা, দায়িত্বের প্রতি ছিলেন নিষ্ঠাবান। তিনি কোন ক্ষমতার দম্ভ দেখাননি কোন দিন। নান্দাইলের সাধারণ মানুষের জন্য তাঁর কার্যালয় ছিলো উন্মুক্ত, যে কোন শ্রেণিপেশা মানুষের কথা গভীর মনযোগ দিয়ে শুনতেন। অসহায় হতদরিদ্র, ছিন্নমূল মানুষের কাছে যেতেন। সাধ্যমতো নিয়মের মধ্যে থেকে সমধান ও সহযোগিতার চেষ্টা করতেন। কর্মদক্ষতায় নান্দাইল উপজেলার সকল শ্রেণীপেশার মানুষের হৃদয়ে এক অনন্য উচ্চতায় স্থান করে নিয়েছিলেন নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার পুস্পিতা। পদোন্নতি পেয়ে হবিগঞ্জ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সারমিনা সাত্তার পুস্পিতা। সৃষ্টির অমোঘ নিয়মে বিদায় শব্দের শাসন মেনে বিদায় জানাবেন সকল শ্রেণিপেশার মানুষ। আপনাকে আটকে রাখার সাধ্য আমাদের কারোর নেই। আপনার বিদায় বেলায় শুধু বলবো, "তুমি রবে নীরবে হৃদয় মম, তুমি রবে নান্দাইল উপজেলার সকল শ্রেণিপেশা মানুষের হৃদয়ের গোলাপি আধাঁরে। আপনার আগামী চলার পথ হোক সহস্র কোটি টুকটুকে লাল গোলাপের পাপড়ির বিছানো। শান্তি আর কর্মব্যস্ততায় ভরে থাক আপনার প্রতিটি ক্ষণ, আপনার দিন আর রাত।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত