ঢাকা, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, কিন্তু সময় নিয়ে বিভ্রান্তি

Kabir

Uddin


প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫

স্থানীয় সময় ২৪ জুন (মঙ্গলবার) ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে উভয় দেশের গণমাধ্যম। তবে যুদ্ধবিরতির সুনির্দিষ্ট সময় এবং শর্ত নিয়ে কিছু বিভ্রান্তি রয়ে গেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় জানান, তার বার্তার ছয় ঘণ্টা পর যুদ্ধবিরতি শুরু হবে। সে অনুযায়ী ইস্টার্ন টাইম অনুযায়ী রাত ১২টার ঠিক পরপরই যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি দাবি করে, “ইসরায়েল অধিকৃত অঞ্চলে ইরানের চার দফা হামলার পর” যুদ্ধবিরতি শুরু হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সি জানায়, যুদ্ধবিরতি এখন ‘কার্যকর হওয়ার পর্যায়ে’ রয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এবং ওয়াইনেটও যুদ্ধবিরতি কার্যকরের খবর নিশ্চিত করেছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ জবাবে ইরান সামরিক প্রতিক্রিয়া সম্পন্ন করেছে এবং এরপর ‘শত্রুর ওপর যুদ্ধবিরতি চাপিয়ে’ দেওয়া হয়েছে।

তবে ইসরায়েল সরকার এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। যুদ্ধবিরতি কতদিন কার্যকর থাকবে এবং এর আওতায় কী কী চুক্তি হয়েছে, তা এখনও পরিষ্কার নয়।