নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ জুন ২০২৫) উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস লালপুর উপজেলার সভাপতি মো. মেহেদী হাসান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে উপভোগ করেন অতিথি ও শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক রানা, সহসভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস সুলতানা, কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, সহকারী কমিশনার মো. গাওছুল আজম ও কাজী মো. আলী জিন্নাহ, সদস্য মো. ফজলুর রহমান ও মো. রেজাউল করিম, নাটোর জেলা কাব প্রশিক্ষক মাসুমা আক্তার লাবনী, উপজেলা স্কাউট লিডার মো. হারুনুর রশিদ ও উপজেলা কাব লিডার মেহেদী হাসান বুলবুল।
পরে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এতে অংশগ্রহণ করেন উপজেলার ৩০ বিদ্যালয়ের ২১০ জন শিক্ষার্থী স্কাউট সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকগণ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ করেন। অনুষ্ঠানে আন্দোলনকালে নিহত শহীদ স্কাউট সদস্যের পরিবারের হাতে সাহসিকতা পদক এবং বিভিন্ন স্কাউটদের মধ্যে অন্যান্য পদক তুলে দেওয়া হয়। এ সময় তিনি দেশব্যাপী আয়োজিত ৫২৭টি জায়গায় একযোগে কাব কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত