হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি রাঙ্গামাটি এলাকায় অবৈধভাবে পরিচালিত ব্যাটারি ও টায়ার তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ জুন ২০২৫ইং) দুপুরে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কারখানাটিকে পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং লাইসেন্সবিহীন হওয়ার অভিযোগে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এ সময় অবৈধভাবে সংযুক্ত পল্লী বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়, যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহৃত হচ্ছিলো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস গণমাধ্যমকে বলেন, “অবৈধ ও লাইসেন্স ছাড়া এসব ব্যাটারি ও কেমিক্যালজাত পণ্যের উৎপাদন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কারখানার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ”অভিযানে পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এ এলাকায় এমন একাধিক অবৈধ কারখানা ছিলো, এ ধরনের অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে বলে তারা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত