বরিশাল প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মৃধার অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
রোববার (২২ জুন) সকাল ১০টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারীদের অভিযোগ, চেয়ারম্যান বাবুল মৃধা দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক, সাধারণ সম্পাদক সোহেল সিকদার, শ্রমিক দলের সভাপতি নান্টু দূরানী ও সাধারণ সম্পাদক ইউনুস হাওলাদার।
তারা বলেন, “ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় চেয়ারম্যান বাবুল মৃধা একের পর এক অনিয়ম চালিয়ে যাচ্ছেন। এই অবৈধ নেতৃত্বকে আর বরদাশত করা হবে না।”
বক্তারা অবিলম্বে চেয়ারম্যানের অপসারণ দাবি করে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দ্রুত সড়ক পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত