নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সংলগ্ন পদ্মা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার কারণে এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় মহিলা ডাঃ ফারজানা ইসলাম বিভা সহ তিন জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা উক্ত হাসপাতালের ব্যাবস্হাপনা পরিচালক সুলতানুজ্জামান টিপু,নার্স জান্নাতি আক্তার সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন।
সোমবার(২৩শে জুন-২০২৫)সকালে নবজাতক শিশুটির পরিবার ও তার মায়ের সাথে কথা বলে জানা যায়,ররিবার রাতেই শিশুটির মা জাহানারা বেগম বাদী হয়ে মহিলা ডাঃ ফারজানা ইসলাম বিভা সহ তিন জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা
২/৩ জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৯-৬-২০২৫ তারিখ চারটার দিকে রোগী জাহানারা প্রসব বেদনা নিয়ে উক্ত হাসপাতালের মহিলা ডাক্তার ফারজানা ইসলাম বিভার শরনাপন্ন হলে ফারজানা ইসলাম বিভা রোগীকে পর্যবক্ষেণ করে এবং হাসপাতালে ভর্তি করে নরমাল ডেলিভারি/ স্বাভাবিকভাবে হবে বলে হসপিটাল মালিকপক্ষ ও নার্স সহ অন্যান্য স্টাফদের আশ্বস্ত করে চলে যায়।পরবর্তী সময় রাত পৌনে ঌ টার দিকে রোগীর প্রচণ্ড ব্যথা উঠলে রোগীর পরিবার ডাক্তার বিভার সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়।পরে হাসপাতালের নার্স জান্নাত সহ আরও অজ্ঞাতনামা ২/৩ জন এসে রাত দশটার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি নবজাতক(ছেলে)শিশু প্রসব করায়। নরমাল ডেলিভারি করাতে গিয়ে বাচ্চার মাথা,গলা এবং বুকে প্রচণ্ড আঘাত পায় বলেও জানা যায়।পরে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় ২০শে জুন সকাল সাড়ে ঌ টার দিকে শিশুটির মৃত্যু হয় ।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ কর্মীদের নিকট কোন মন্তব্য করতে রাজি হননি।
লালপুর থানার ওসি(তদন্ত) মোমিনুজ্জামান সংবাদ কর্মীদের জানান,অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত