৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, কার্যকর হবে ১ জুলাই থেকে

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

জুলাই অভ্যুত্থানের পর নতুন ব্যবস্থার আওতায় এবার সংসদ ছাড়াই অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটের ওপর গত ১৯ জুন পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নাগরিকদের মতামত গ্রহণ করা হয়। সেই মতামতের ভিত্তিতে কিছু পরিবর্তন করে বাজেটের খসড়া চূড়ান্ত করা হয়।

আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেটের চূড়ান্ত খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ বাজেট আগামী ১ জুলাই থেকে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হবে।

এছাড়াও আজই বরাদ্দ সংক্রান্ত একটি অধ্যাদেশ এবং শুল্ক-কর সংক্রান্ত আরেকটি অধ্যাদেশ জারি করার কথা রয়েছে।

প্রসঙ্গত, নির্বাচিত সরকার থাকাকালীন বাজেট সাধারণত জাতীয় সংসদে উপস্থাপন ও পাস হতো। কিন্তু এবার সংসদ না থাকায় বাজেট নিয়ে সংসদীয় বিতর্ক বা আলোচনা হয়নি। তবে জনগণের মতামতের ভিত্তিতে বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।