সদরপুরে নবাগত প্রাথমিক শিক্ষা অফিসারকে সংবর্ধনা প্রদান দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুন ২২, ২০২৫ সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান-কে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২২ জুন) সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত ও শুভেচ্ছা জানান শিক্ষকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। যাদের মধ্যে উল্লেখযোগ্য— ইলিয়াস আহমেদ, মুহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা, লতিফ, ফায়েজুর, ফজলুল হক, তুহিন, বশীর, তোফাজ্জেল প্রমুখ। সকলেই নবাগত শিক্ষা অফিসারের দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং শিক্ষার মান উন্নয়নে তার সাফল্য কামনা করেন। SHARES সারাদেশ বিষয়: