বড় চওনা টু কালিহাতী রাস্তার বেহাল দশা দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জুন ২২, ২০২৫ কালিহাতি (টাঙ্গাইল ) প্রতিনিধিঃ বড় চওনা হতে কালিহাতির রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা।বিশেষ করে বড় চওনা হতে গায়েন মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা খানা খন্দে ভরা। বর্ষাকালে এই রাস্তার অবস্থা আরো শোচনীয়, পানির নিচে ডুবে আছে রাস্তাটি।অনেক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে, যার কারনে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অনেক সময় মালবাহী গাড়ি গর্তে পড়ে আটকে যায়, এতে অনেকেই বিড়ম্বনার শিকার হয়। সড়কটিতে প্রতিদিন হাজার হাজার লোকজন এবং মালবাহী গাড়ি যাতায়াত করে। স্থানীয় বাসিন্দা কবি শাহ আলম সানি বলেন, রাস্তাটি চলাচলের অনুপযোগী। শুরুতে সংস্কার করলে সময় ও ব্যয় কম হবে। জন্য ভোগান্তি কমাতে রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা প্রয়োজন। গ্রামবাসী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। SHARES প্রচ্ছদ বিষয়: