সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে প্রগতি যুব সংঘের উদ্যোগে ডে-নাইট মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) রাতে সাড়ে সাতরশি বাজার মাঠে এই ফাইনাল খেলায় বিপুল দর্শক সমাগমে মুখরিত ছিল মাঠের চারপাশ।
ফাইনালে মুখোমুখি হয় সোনার বাংলা ক্রীড়া চক্র (বাইশ রশি) এবং এক নম্বর ওয়ার্ড (আটরশি)। ১ ঘণ্টা ৩০ মিনিটের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে উভয় দল ১-১ গোলে সমতা রেখে ম্যাচ ড্র করে। পরে ট্রাইব্রেকারে এক নম্বর ওয়ার্ড (আটরশি) দল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এসময় তিনি বলেন, "যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই আয়োজন তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে বড় ভূমিকা রাখবে।" পরে খেলা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান (বদু), সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম-আহবায়ক কে. এম আবু সাঈদ, ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
খেলায় পুরস্কার বিতরণী শেষে প্রগতি যুব সংঘের সভাপতি তুষার আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ রনি বলেন, "আমরা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখব। এই আয়োজন শুধু বিনোদন নয়, সামাজিক সম্প্রীতির প্রতীকও"।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত