ফুলপুর (ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরার পাড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাহিন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন, পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ক্ষোভে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার বাধার কারণে আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে।
ফুলপুর থানা পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিবার ও স্থানীয় জনগণের মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত