ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা কে জুয়া ও মাদকের কবল থেকে মুক্ত করে একটি সুন্দর নান্দাইল গড়ার আহ্বান জানিয়েছেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। শুক্রবার (২০ জুন) বিকালে প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে উপজেলা নাগরিক ফোরামের আয়োজিত অত্র ফোরামের উপদেষ্ঠামন্ডলীর মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক ফোরামের নেতৃবৃন্দকে সাধুবাদ জানিয়ে তিনি আরও বলেন, সমাজের সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকান্ড জুয়া, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন সহ সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে যুবকরা অনলাইন জুয়া ও মাদকে বেশি আসক্ত হয়ে পড়েছে, তাই তাদেরকে শিক্ষা ও খেলার মাঠমুখী করে গড়ে তুলে যুব সমাজকে রক্ষা করতে হবে।
এমনকি প্রশাসনের পাশাপাশি সকল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গুলোকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি রফিকুল ইসলাম খান নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়েতের শুরা কর্মপরিষদ সদস্য এবং ওলামা বিভাগের সভাপতি মাও. আব্দুস সালাম, বিএনপি নেতা গোলাম হায়দার খান ফয়সাল, বাবু পল্লব রায়, আনোয়ার হোসেন মাস্টার, হেফাজতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর মাও. আমরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাও. ওয়ালি উল্লাহ, বেফাকুল মোদার্রেছীন সভাপতি মুফতি শহিদুল্লাহ, ইসলামী আন্দোলনের নেতা মাও. তাবারক হোসেন, জমিয়াতুল মোদার্রেছীন নান্দাইলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ এনামুল হক, উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম সদস্য সচিব এইচ.এম এমদাদুল হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত