স্টাফ রিপোর্টার:
শনিবার (২১ জুন) বাংলাভিশনের ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচার হতে যাচ্ছে মজুমদার সিমুল এর নির্মানে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটক "এলিয়েন বেবি"। এছাড়াও এ নাটকে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, আয়রা নূর, ইকবাল হোসেন, সাহবাজ সানী, আল আমিন দুরবানী, আনোয়ার হোসেন, রিয়াজ রাজসহ অনেকে। নাটকটি রচনা করেছেন অর্ক মোস্তফা। প্রযোজনা করেছে বাংলাভিশন। ইতিমধ্যে অনলাইনে এই নাটকের বেশ কয়েকটি পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টার দেখে নাটকের গল্পের ভিন্নতা বুঝা গেলেও নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতার সাথে কথা হলে তিনি জানান, দিন দিন আমরা সবাই কেমন জানি এলিয়েন হয়ে উঠছি। স্বভাব, প্রেম, মানবিকতা সব এলিয়েনের মতো । আসুন আমরা মানুষ হয়ে উঠি, হয়ে উঠি প্রেমময়৷ মানুষ হয়ে উঠার আহবান নিয়ে নির্মিত নাটকটি দেখার জন্য দর্শকদের ২১ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত