ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার কুসঙ্গল ইউনিয়নের ভাউমহল গ্রামে জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক নারী শিক্ষিকাসহ একই পরিবারের তিনজনকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। এ ঘটনায় আহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর থেকে পরিবারটি হত্যার হুমকিতে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ জুন সকাল সাড়ে ১১টার দিকে মো. আলমগীর সিকদার তার বসতবাড়ির সামনে কাজ করছিলেন। পূর্ব বিরোধের জেরে একই এলাকার আশিকুল রহমান সৌরভ, হাবিবা বেগম ও নূর ইসলামসহ কয়েকজন লোহার রড ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় চিৎকার শুনে স্ত্রী কহিনূর বেগম ও মেয়ে ফাতেমা জাহান এগিয়ে গেলে তাদেরও বেদম মারধর করা হয়। শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা এবং কন্যার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
গুরুতর আহত কহিনূর বেগম নলছিটি উপজেলার মানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। আহতরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে রয়েছেন। তবে মামলা করার পর থেকে আসামিরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলে দাবি করেছেন বাদী আলমগীর সিকদার।
তিনি বলেন, ‘মামলার পর থেকে আসামিরা খুন-গুমের হুমকি দিচ্ছে। পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি।’
ভুক্তভোগী শিক্ষিকা কহিনূর বেগম বলেন, ‘আমার স্বামী বাড়ির সামনে কুটা-কুড় ফেলছিলেন। হঠাৎ কয়েকজন এসে তাকে মারধর করতে থাকে। আমি আর মেয়ে ফাতেমা জাহান বাঁচাতে গেলে আমাদেরও বেধড়ক পেটানো হয়। আমার নাকের হাড় ভেঙে গেছে, চোখে রক্ত জমেছে। এমনকি গায়ের পোশাক ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে।’
এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত