কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে আলমগীর বসুনিয়া (৫৮) নামের বিএনপির এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দুপুরে তাকে কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থেতরাই ইউনিয়নের থেতরাই বাজার এলাকা থেকে আলমগীর বসুনিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
সূত্রে জানা গেছে, আলমগীর বসুনিয়া থেতরাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শেখ আব্দুল জলিলের পক্ষে নৌকা প্রতীকের প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার নৌকা প্রতীকের প্রচার ও ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতেও দেখা যায় তাকে।
এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। চলতি বছরের ২৬ মে থেতরাই ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হলে, তাতে আলমগীর বসুনিয়াকে সদস্য সচিব করা হয়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তার আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের ভিডিও ভাইরাল হলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ১ জুন উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলমগীর বসুনিয়াকে সদস্য সচিব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, "আলমগীর বসুনিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কারও মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত