কক্সবাজারের সাবেক এমপি জাফরকে আদালতে হাজির, ১৮ দিনের রিমান্ড মঞ্জুর 

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৫

কক্সবাজার প্রতিনিধিঃ 

কক্সবাজারের সাবেক আওয়ামী এমপি জাফর আলম প্রকাশ কে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে হাজির করা হলে শুনানি শেষে ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১৮ জুন) সকালে কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলমকে যৌথ বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে কক্সবাজার জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে চকরিয়া আদালতে হাজির করা হয়। এসময় তদন্তকারী কর্মকর্তাদের পৃথক আবেদনের শুনানি শেষে ৭ মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ারুল কবির।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. গোলাম সরওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, চকরিয়া থানায় চারটি ও পেকুয়া থানার দুটি হত্যা মামলা এবং চকরিয়া থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তদন্তকারী কর্মকর্তারা পৃথকভাবে জাফর আলমের ২৪ দিনের রিমান্ড চেয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় জাফর আলমকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছেন পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রিমান্ডের জন্য জাফর আলমকে চকরিয়া থানায় আনা হয়। রিমান্ড শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।