তালাত মাহামুদ,নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় নির্মমভাবে খুন হওয়া দেলোয়ার হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে তিন নরপিশাচ। দেলোয়ারকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তারা পালিয়ে যায়। ঘটনার পর থেকেই এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর একটাই দাবি—এই তিন খুনির যেন দ্রুত বিচার সম্পন্ন করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার তিনজনের মধ্যে একজন ইসমাইল, সাং-জয়পুরা, সে একজন পেশাদার চোর হিসেবে আগে থেকেই পরিচিত। দ্বিতীয়জন শাকিল, সাং-পলাশ, পেশায় গ্যারেজ মালিক হলেও তার বিরুদ্ধে চোরাই যানবাহন কেনাবেচার অভিযোগ রয়েছে। তৃতীয় অভিযুক্তের নাম-ঠিকানা এখনও প্রকাশ করা হয়নি তদন্তের স্বার্থে। পুলিশ বলেছে, খুনে ব্যবহৃত দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।
এছাড়া, নিহত দেলোয়ারের ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এলাকাবাসীর দাবি, এই তিন হত্যাকারীর যেন দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি—ফাঁসি—প্রদান করা হয়। তারা জানান, যতদিন এই খুনিদের ফাঁসি না হবে, ততদিন চলবে আন্দোলন ও প্রতিবাদ।
এই বর্বর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত