কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ আয়োজনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির খান।
বক্তব্যে মোঃ হুমায়ুন কবির খান বলেন, “ঈদ মানে খুশি, ঈদ মানে একতা। আজকের এই আয়োজন আমাদের রাজনৈতিক ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করবে। বিএনপিকে নতুন করে সংগঠিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
সভাপতির বক্তব্যে আব্দুল লতিফ বলেন, “বিএনপি কখনো আন্দোলনের মাঠ থেকে সরে যায়নি। ঈদের এই পুনর্মিলনী আমাদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলবে। ভবিষ্যতের আন্দোলনে কালিয়াকৈরের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার-উজ-জামান, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোখলেছুর রহমান মাস্টার।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হযরত আলী মিলন,গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মিনার উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
তীব্র বৃষ্টিপাত থাকা সত্ত্বেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, ঈদ পুনর্মিলনীর মতো এমন মিলনমেলা নেতাকর্মীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও দলীয় সংহতি বাড়াতে সহায়ক হবে। এর মাধ্যমে ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে দল আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত