ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানাল গণতন্ত্রী পার্টি

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ 

ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী,ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।মঙ্গলবার, ১৭ জুন রাত ৮:০০ টায় গণমাধ্যম এক যুক্ত বিবৃতি পাঠিয়ে এ নিন্দা জানিয়েছেন।যুক্ত বিবৃতিতে ইসরাইলকে ইহুদীবাদ/ ‘জায়ানবাদি’ হিংস্রতা বলে অভিহিত করে এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনের প্রতি নিন্দা জানায়।বিবৃতিতে ইসরাইলকে আন্তর্জাতিক জবাবদিহিতার আওতায় আনা এবং ইরানের জনগণ ও সরকারের প্রতি সমথর্ন ও একাত্নতা প্রকাশের আহ্বান জানানো হয়।ওআইসি দেশগুলো ইরান জাতি ও দেশটির সরকারের সঙ্গে পূর্ণ একাত্নতা প্রকাশের ঘোষণা দিয়েছে।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের নিজ ভূখন্ডে বর্বর হামলা চালিয়েছে ইসরাইল এসব হামলায় দেশটির পরমানু গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন বেসামরিক এলাকায় মিসাইল হামলা চালিয়ে মানুষের জান মালসহ ব্যাপক ক্ষতি সাধন, দেশের নাগরিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন।পাশাপাশি, জেনেবুঝে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য নির্মিত পারমানবিক অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে ইসরাইল।ইরান ও ড্রোন ব্যালস্টিক মিসাইল হামলা চালিয়ে প্রতি উত্তর দিয়ে যাচ্ছে।ইরানের অবস্থানকে রাশিয়া সর্মথন ইসরাইলী আগ্রাসনের নিন্দা করেছে।চীন ও ইরানের প্রতি সমথর্ন ঘোষণা করেছে।এ যুদ্ধের কারণে কোন পক্ষই জিতবে না তবে হারাবে সারা দুনিয়ার মধ্যবৃত্ত সম্প্রীতি ও সাধারণ মানুষ।ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্য জ্বালানীর আধার, ইরানসহ মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে জ্বালানীর মূল্য বৃদ্ধি পাবে এবং মানুষের নিত্য ব্যবসা জিনিস পত্রের দাম অত্যধিক বৃদ্ধি পাবে।ইসরাইলের এসব পদক্ষেপের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ওআইসির সদস্য রাষ্ট্রগুলো।বিবৃতি মতে, এসব পদক্ষেপের মাধ্যমে ইসরাইল স্পষ্ট করেছে,আন্তর্জাতিক আইন,রীতিনীতিকে তারা পুরোপুরি উপেক্ষা করছে।এতে জাতিসংঘের সনদ,আন্তর্জাতিক আইনের মূলনীতি ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে।প্রসঙ্গত,গত শুক্রবার থেকে ইসরাইল ইরানের সামরিক ও পারমানবিক স্থাপনাসহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান।ইসরাইল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং শতশত মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ বলেছে ইসরাইলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১,০০০ জনের বেশি আহত হয়েছে।এ অবস্থায় আমাদের গণতন্ত্রী পার্টির দাবী অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করা হোক এবং জন জীবনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।সর্বশেষ যুদ্ধ নয় শান্তি চাই। সাধারণ মানুষের জীবনের নিশ্চয়তা চাই বলেও জানান নেতৃবৃন্দ।-সংবাদ বিজ্ঞপ্তি