জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে স্থাপিত চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।
জয়পুরহাট সেনা ক্যাম্পের সদস্যরা হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী এন্টারপ্রাইজ, অরিন এন্টারপ্রাইজ, আহাদ এন্টারপ্রাইজ এবং এসআর ট্রাভেলসের বেশ কয়েকটি বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার সত্যতা পান। পরে তাৎক্ষণিকভাবে বাস কর্তৃপক্ষের কাছ থেকে অতিরিক্ত আদায়কৃত অর্থ উদ্ধার করে প্রায় একশো জন যাত্রীর মধ্যে প্রায় ২০ হাজার টাকা ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে জয়পুরহাট সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মেরাজ হোসেন বসুনিয়া বলেন, “যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া একটি দুঃখজনক এবং অবৈধ ঘটনা। আমরা এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় যাত্রীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত চালানো হলে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ ন্যায্য সেবার নিশ্চয়তা পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত