নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে বিএনপির শীর্ষ নেতারা দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আমাদের বরাবরের দাবি ছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। জনগণের প্রত্যাশাও তাই ছিল। কিন্তু এখন যে সময় নির্ধারণ করা হয়েছে, তা বাংলাদেশের নির্বাচনের জন্য উপযুক্ত নয়।
তিনি আরও বলেন, “এপ্রিল মাসে প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকে। রোজার পরপরই পাবলিক পরীক্ষা থাকে। এই সময় নির্বাচন আয়োজনের সিদ্ধান্তটি যথাযথভাবে বিবেচনা করে নেওয়া হয়নি বলে মনে করি।
মির্জা ফখরুল মনে করেন, ডিসেম্বরেই নির্বাচন আয়োজন সম্ভব এবং সেটাই জাতির জন্য উপযোগী হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত